ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং মধ্যপাড়া এলাকায় নিজ দোকানে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলা চিলারং মধ্যপাড়ার আব্দুল জব্বার প্রতিবেশী আব্দুল আলিমের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শুক্রবার ভোররাতে আব্দুল আলিম তার পরিত্যক্ত মুদি দোকানে আগুন লাগিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শী মাজাহারুল ইসলাম জাম্বু অভিযোগ করেন।

এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আব্দুল আলিম শক্রতার জের ধরে আব্দুল জব্বার, সোহেল রানা, নুরল ইসলাম, বাহাদুর, সাইফুল ইসলাম ও জামবুকে অভিযুক্ত করে দোকানে আগুন লাগানোর অভিযোগ এনে ঠাকুরগাঁও থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অপর দিকে আব্দুল জব্বার মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থানায় ইসুব আলী, আলিম উদ্দিন, শাহীনকে অভিযুক্ত করে একটি অভিযোগ পত্র দাখিল করেন।

নিজ দোকানে আগুন লাগানোর অভিযোগের কথা আব্দুল আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে আব্দুল জব্বারের সঙ্গে বিরোধ চলছিল। কিন্তু তারাই দোকানে আগুন দিয়েছে।

আব্দুল জব্বার জানান, নিজে দোকানে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর জন্য থানায় অভিযোগ করেছে। আগুন লাগানোর বিষয়টি জামবু নামে একজন জানিয়ে দিলে তাকেও অভিযুক্ত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, কে বা কারা দোকানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা যাওয়ার আগে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানে তেমন কোনো মালামাল ছিল না।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মশিউর রহমান জানান, উভয়পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপন/এমএএস/জেআইএম