ঝিনাইদহে জঙ্গিবাড়ির মালিকের শাশুড়ি গ্রেফতার
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে নব্য জেএমবির সদস্য মাজেদা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাজেদা খাতুন তার জামাতা নও মুসলিম আব্দুল্লার দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নব্য জেএমবি আব্দুল্লাহর শাশুড়ি জেএমবি সদস্য মাজেদা খাতুন নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার দিনভর নব্য জেএমবি আব্দুল্লার বাড়িতে অপারেশন ‘সাউথ প’ পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরিটিজম ইউনিট। সেখান থেকে বিস্ফোরক, জিহাদি বই ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে