হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
প্রতীকী ছবি
হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি সদর উপজেলার জমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে জুয়েল মিয়া। এসময় হামলায় অপর একজন আহত হয়েছেন।
এলাকাবাসী জানায়, রোববার ভোর রাতে পূর্ব সুলতানশী গ্রামের জবেদ আলীর ঘরের দরজায় শব্দ হয়। তখন ঘরের লোকজন চিৎকার দেয়। পরে আবারও শব্দ হলে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে ধাওয়া করে জুয়েল মিয়াকে আটক করলে ধস্তাধস্তি শুরু হয়।
এসময় তাদের চিৎকারে এলাকার লোকজন বেরিয়ে এসে গণপিটুনি দিলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। ধস্তাধস্তিতে আহত হন জবেদ আলীর ছেলে তাজুল ইসলাম। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়েলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস