ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি গঠনের দাবি বিএনপির

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ মে ২০১৭

হাওরে বাঁধ নির্মাণে যে অনিয়ম হয়েছে তা তদন্তে বিচারপতিকে দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির পক্ষে ত্রাণ বিতরণকালে তিনি এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, উপর থেকে যে ত্রাণ আসছে তা স্তরে স্তরে দুর্নীতি হচ্ছে। এ মধ্যস্বত্বভোগী কারা তাও খোঁজে বের করা দরকার।

বানিয়াচং উপজেলার প্রত্যন্ত এলাকা মুরাদপুর বাজারে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের মধ্যে সোমবার বিকেলে বিএনপির পক্ষে ত্রাণ বিতরণ করা হয়। ১০০ জন ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষককে ১০ কেজি করে চাল দেয়া হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস