ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অফিসে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

প্রকাশিত: ০২:৫৮ এএম, ০৩ মে ২০১৭

ফেনীর সোনাগাজীতে ভানুলাল দাস (৫২) নামে এক কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কুঠির হাট এলাকায় তার নিজ অফিস কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

নিহত ভানুলাল দাস ফেনী জেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

জহিরুল হক মিলু/আরএআর/আরআইপি