ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই পক্ষের সংঘর্ষ, লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩২ এএম, ০৩ মে ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বুধবার দুপুরে ঘাতকদের শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে মাধবপুর শহরের আলাকপুর এলাকার বেনু মিয়ার ছেলে সাব্বির রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে।

একই গ্রামের ধনাই মিয়ার ছেলে মাঞ্জু মিয়া (৩৫) এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাঞ্জু মিয়ার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা নেয়ার পথে ভোর রাতে তিনি মারা যান।

এদিকে, বুধবার দুপুরে বিক্ষুব্ধ জনতা নিহত মাঞ্জু মিয়ার মরদেহ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর শহরে বিক্ষোভ মিছিল করে। পরে মাধবপুর থানা পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ মিছিল প্রত্যাহার করে।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস