ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
প্রতীকী ছবি
ফেনী সদর উপজেলার কসকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন মাইনুর বেগম (৩৫) ও তার মেয়ে জারজানা আক্তার (৭)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সৈয়দ নগর গ্রামে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক দুর্ঘটনা ঘটে। ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির।
এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইনুর বেগম ও তার মেয়ে জারজানা আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী।
আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে কোহিনুর বেগম (৩৫) ও তার ছেলে ফয়সলকে (৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের