ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৬ মে ২০১৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়েনে পূর্ব শত্রুতার জেরে মো. সোহেল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে হোসেন্দি এলাকার ব্রাক অফিসের কাছ থেকে টহল পুলিশ ডিস মিস্ত্রি সোহেলকে উদ্ধার করে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. হেলাল জানান, রাতে টহল পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় টেংগারচরের খাড়াকান্দি গ্রামের মো. নাছিরের ছেলে সোহেলকে উদ্ধার করে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে অপরাধীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এ পর্যন্ত যতটুকু জেনেছি, গতকাল সোহেল তার শ্বশুরবাড়ি মিরপুর ১ নম্বরে অবস্থান করছিল। রাতে ৪/৫ জন তাকে ঢাকা থেকে গজারিয়া নিয়ে আসে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস