ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওরে আরও এক জেলের মরদেহ

প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৬ মে ২০১৭

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় আমিরুল ইসলাম (৪৮) নামে আরও এক নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার দুপুর ১২টার দিকে হাওরের সোনাডুবি বিল থেকে আমিরুল ইসলামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

এর আগে সকাল ৯টার দিকে হাওরের বড়ডুবা বিলে ভাসমান অবস্থায় পুতুল মিয়া (৩২) নামে অপর এক নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুতুল মিয়া একই উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে।

পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান জাগো নিউজকে জানান, শুক্রবার সকালে পৃথকভাবে নৌকাযোগে মাছ শিকার করতে টাঙ্গুয়ার হাওরের সোনাডুবি ও মুক্তারখলা বিলে যান ওই দুই জেলে।

এ সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। শনিবার সকালে পুতুল মিয়া ও দুপুরে আমিরুলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম