অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলার জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। থেমে থেমে ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে এ অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ।
তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। সকালে জেলার সদর উপজেলার লেবুতলায় ‘অপারেশন সাটল স্প্লিট’ অভিযানের দ্বিতীয় অংশ শুরু হয়।
গতকালই সেখান থেকে ৭টি গ্রেনেড, ১টি বোমা, ১টি ৯ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গিয়েছিল। পরে ঢাকা থেকে আগত কাউন্টার টেরেরিজমের ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও জানায়, এই আস্তানায় বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে যেগুলো দিয়ে শক্তিশালী বোমা তৈরি করা যেতো। সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। বেলা দেড়টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিছিল মুখোমুখি হতেই বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
- ২ কিবরিয়া হত্যার ২১ বছর: চার্জশিট প্রতারণামূলক বললেন রেজা কিবরিয়া
- ৩ ১৯ বছর পর নেতাকে বরণে প্রস্তুত হচ্ছেন বগুড়ার বিএনপি নেতাকর্মীরা
- ৪ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা, প্রতিবন্ধীকে পেটালেন বিএনপি কর্মীরা
- ৫ ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতলো নগরী