ষাড়ের লড়াই নিয়ে হামলায় স্কুলছাত্র নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুজাত মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
বুধবার উপজেলার নিভৃত পল্লী বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার ওই গ্রামের ফয়জুল্লাহর একটি ষাঁড় গোচারণ ভূমিতে বাধা অবস্থায় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে তার আরেকটি ষাঁড় নিয়ে লড়াই শুরু করে। এ খবর পেয়ে ষাঁড়ের মালিক ফয়জুল্লাহর লোকেরা বাধা দেয়।
এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফয়জুল্লাহ স্থানীয় বিবিয়ানা বাজারে যাওয়ার পথে আব্দুল খালেকের লোকজন পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অবস্থায় তার অপর হামলা চালায়।
এ খবর পেয়ে তার ভাতিজা এগিয়ে এলে তাদের উপরও অতর্কিত আক্রমণ করা হয়। এতে অফর মিয়ার ছেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সুজাত মিয়াসহ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন।
ফয়জুল্লাহ (৫৫), ছায়েদুন্নেহার (৪৫), আল-আমীন (২২) ও মো. আব্দুল্লাহকে (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।
সৈয়দ এখলাসুর রহমান খোকন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুই কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ
- ২ ‘বাপু, গণভোট আবার কী? আজই প্রথম শুনলাম’
- ৩ মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৪ নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারণা, বিএনপির প্রার্থীকে শোকজ
- ৫ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজুমদার