ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের বাধায় বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৬ মে ২০১৫

বান্দরবানের ক্যাচিংঘাটায় শাহনাজ আক্তার (১৫) নামের এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে একদল পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ক্যাচিংঘাটা এলাকায় মৃত মো.বাশারের বাসায় অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করে দেয় পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাচিংঘাট এলাকার বাসিন্দা মৃত আবুল বাশারের মেয়ে শাহনাজ আক্তার (১৫) এর সাথে সৌদি প্রবাসী নুরুল হুদা (৬০) এর বিয়ে দেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।  এসময় বাড়িতে বিয়ের আয়োজন দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে বর নুরুল হুদাকে (৬০) আটক করা হয় ।

মেয়ের মা ছেনু আরা বেগম বলেন, পরিবারের সম্মতিতে মেয়েকে নুরুল হুদার সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এসময় ইউএনওকে জন্ম নিবন্ধন সনদ দেখানো হয়েছে।

বান্দরবান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, বাল্য বিয়ে রোধ করতে আমরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করি। বরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। জন্ম নিবন্ধন সনদটিতে সত্যতা পাওয়া যায়নি। এছাড়া তথ্য যাচাই বাছাইয়ের জন্য মেয়েটির স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

সৈকত দাশ/এসএস/পিআর