দৌলতপুরে বাসের ধাক্কায় শিশু নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় হাসিবুল ইসলাম (১১) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে জিহাদ (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র। হতাহতরা উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়রি ছাত্র।
শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হাসিবুল ও জিহাদ বাইসাইকেল চড়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফেরারর পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন এবং জিহাদকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজগর আলী জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। হতাহতদের বাড়ি তারাগুনিয়া ফিল্ডপাড়া গ্রামে এবং এরা সাইফুল ইসলাম ও আলমগীর হোসেনের ছেলে।
আল-মামুন সাগর/এফএ/এমএস