ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোনো হত্যাকারীকেই ছাড় দেয়া হবে না: আকম মোজাম্মেল হক

প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৭ মে ২০১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক বলেছেন, বাংলার মাটিতে কোন হত্যাকারী ও খুনিদের ছাড় দেয়া হবে না। স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যারা তিন মাস ধরে হরতাল অবরোধ করে দেড়শোর বেশী মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করেছেন তাদের বিচারও করা হবে। বিএনপি জামায়াতের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।

তিনি বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১১তম মৃত্যুবার্ষিকীতে মাজার প্রাঙ্গনে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন।

সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পুলিশ মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল দোষীদের রায় কার্যকরের দাবি জানান।
এর আগে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

প্রসঙ্গত, প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপি ২০০৪ সালের এই দিনে টঙ্গীতে তার বাড়ির কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি