ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভালোবেসে বিয়ে অতঃপর...

প্রকাশিত: ০৩:০৮ এএম, ২০ মে ২০১৭

মানিকগঞ্জে বিয়ে হওয়া কুষ্টিয়ার এক তরুণীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। টানা কয়েক দিন নানাভাবে নির্যাতন শেষে মেয়েটির মাথার চুল কেটে নেয়া হয়েছে।

মেয়েটির নাম সানজিদা ইসলাম (২৪)। তিনি কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকার আহসান হাবীবের মেয়ে। সানজিদা কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। শরীরে নির্যাতনের ক্ষত নিয়ে তিনি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সানজিদার স্বজনরা জানান, প্রায় ছয় মাস আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডুপ গ্রামের সাইফুল ইসলাম ওরফে সবুজের সঙ্গে সানজিদার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ এপ্রিল পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে সানজিদা বলেন, ১২ মে রাতে সাইফুল তাকে আচমকা চড় ও কিল-ঘুষি মারতে থাকেন। কারণ জানতে চাইলে বলেন, তার (সাইফুল) এক চাচাতো ভাইয়ের সঙ্গে তার (সানজিদা) সম্পর্ক রয়েছে। এমন অভিযোগের প্রতিবাদ করলে পিটুনির মাত্রা বেড়ে যায়। গত মঙ্গলবার ও বুধবার রাতেও মারধর করেন সাইফুল।

বুধবার তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেন। একপর্যায়ে তিনি সানজিদার মাথার চুল ঘাড়ের ওপর থেকে কেটে দেন।

পরে বুধবার রাত দুইটার দিকে কৌশলে ঘর থেকে বেরিয়ে গিয়ে পরিচিত একজনের বাড়িতে আশ্রয় নেন সানজিদা। বৃহস্পতিবার তিনি কুষ্টিয়ায় ফেরেন। বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের চিকিৎসক রুমন রহমান বলেন, সানজিদার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাত-পায়ে বেশি আঘাত করা হয়েছে। পাশাপাশি ছোট ছোট ক্ষত দেখা গেছে। তবে সেগুলো সিগারেটের কি না, তা বলা যাচ্ছে না।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সানজিদার ভাই আবুল কালাম আজাদ।

এফএ/আরআইপি