হাওরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের একদিন পর মুখলেছ মিয়া (৪৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হালির হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার সকালে রামজীবনপুর গ্রামের পার্শ্ববর্তী নদীতে একটি ঠেলাজাল নিয়ে মাছ ধরতে যান মুখলেছ মিয়া। ওইদিন বাড়িতে না ফেরায় স্বজনরা সেখানে গিয়ে দেখেন ঠেলাজালটি ভাসমান অবস্থায় পড়ে রয়েছে।
অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে রামজীবনপুর গ্রামের পার্শ্ববর্তী হালির হাওর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা