ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ার দুই ইউপিতে নির্বাচন মঙ্গলবার

প্রকাশিত: ০৯:৪১ এএম, ২২ মে ২০১৭

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোটের অন্যতম শরিক জাসদের প্রার্থী।

এদিকে দুটি ইউনিয়নের ১৮টি কেন্দ্রর সব কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিথলিয়া ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ১৬৬ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। এরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক (নৌকা), ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (মশাল), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস (ধানের শীষ), আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন (আনারস) ও মোহাম্মদ আলী (অটোরিকশা), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (চশমা)

ধুবইল ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৮৯৯ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান (নৌকা), জাসদ প্রার্থী আবদুল আওয়াল (মশাল), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আজিজ (হাতপাখা), ও তার ভাই স্বতন্ত্র প্রার্থী আবদুল গণি (আনারস)।

জেলা নির্বাচন কর্মকর্তা নওজেস আলী জানান, দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রের সব কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আল-মামুন সাগর/আরএআর/এমএস