ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই খালেদার কার্যালয়ে তল্লাশি : হানিফ

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৩ মে ২০১৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জ্বালাও-পোড়াওয়ের ডাক দিয়ে বাস পোড়ানো হয়েছে। মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই বিএনপি জোরগলায় কোনো কিছু বলার অধিকার রাখে না।

তিনি আরও বলেন, বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন চায় না। কারণ তারা ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে। আর ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএআর/আরআইপি