ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে গণিত উৎসব

প্রকাশিত: ১০:২৭ এএম, ২৫ মে ২০১৭

‘গণিত নিয়ে খেলা কর, বিশ্বটাকে জয় কর’ প্রতিপাদ্যে জাঁকজমকপূর্ণভাবে পালন হয়েছে গণিত উৎসব।

বৃহস্পতিবার সকালে দিনব্যাপী এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণিত উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম এমপি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গণিত উৎসবের আহ্বায়ক আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মেয়র তারিক আবুল আলা চৌধুরী, ইউএনও শফিকুল ইসলাম, ওসি এসকে আব্দুল্লাহ আল সাঈদ, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, রংপুর মহানগর সুজনের সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু, এমএস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের, উলিপুর উপজেলা শাখা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

উলিপুর উপজেলা শাখা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে উপজেলার ১৮টি বিদ্যালয়ের এক হাজার ১৫০ জন শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নেয়।

গণিত উৎসবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘ক’ বিভাগে ৭০০ জন এবং নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগে ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গণিতের লিখিত এক ঘণ্টা পরীক্ষায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় উলিপুর মহারাণী স্বর্ণীময়ী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র নাফিস ফুয়াদ নিলয় এবং এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র শিহাব সরকার শাওন।

এ সময় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় উলিপুর মহারাণী স্বর্ণীময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল।

নাজমুল হোসাইন/এএম/জেআইএম