কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় জনতা অস্ত্রসহ হাবিবুর রহমান চঞ্চল (৪২) নামের এক সন্ত্রাসীকে আটক করে। পরে তারা স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পে তাকে সোপর্দ করে।
শনিবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের পুটিমারি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর উক্ত এলাকার আব্দুল ওহাবের ছেলে।
মাজিহাট ক্যাম্পের ইনচার্জ এএসআই মিজানুর রহমান বলেন, পুটিমারি বাজার থেকে স্থানীয় জনতা হাবিবুর রহমান চঞ্চলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল-মামুন সাগর/এএম/জেআইএম