ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অসহায় শিক্ষার্থীদের পোশাক দিলেন পৌর মেয়র

প্রকাশিত: ১০:৩০ এএম, ২৮ মে ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রামনগর গ্রামের ১০ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে পোশাক ও ছাতা দিয়েছেন পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। রোববার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে এ পোশাক ও ছাতা বিতরণ করা হয়।

এ সময় গাছপ্রেমিক জহির রায়হান, বিশ্ব সাহিত্য কেন্দ্র জেলা ইনচার্জ আলমগীর হোসেন, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাছপ্রেমিক জহির রায়হান দীর্ঘদিন ধরে কুমড়াবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঝরে পড়া শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে লেখাপড়া করাচ্ছেন। জহির রায়হানের এই মহতি উদ্যোগে এবার সহযোগিতা করলেন পৌর মেয়র।

পোশাক ও ছাতা বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, ঝিনাইদহ পৌরসভা বিভিন্ন সময় মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করে আসছে। তাছাড়া আমি নিজ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। জহির রায়হানের মতো সমাজসেবী দেশের প্রতিটি এলাকায় থাকলে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে উঠত।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর