ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জে বজ্রপাতে ১৫ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ মে ২০১৫

বজ্রপাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারের বানিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাদিয়া (১১), জাকিয়া (১৩), নিপা (১১), ময়না আক্তার (১৪), হ্যাপি (১১), সুমাইয়া (১২) ও সিফাত (১৫) ও খুকুমনি (১১) নামের ৮ শিক্ষার্থীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের সদর উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন জানান, আজ সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বারন্দায় দাঁড়িয়ে ছিলো। এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে বারান্দায় থাকা শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শেখ সাইদুর রহমান টুটুল/এআরএ/আরআই