শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নারী নির্যাতন মামলার আসামিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, সোমবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আতিকুল আলম খন্দকারসহ একদল পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউরা গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় নারী নির্যাতন মামলার পলাতক আসামি ফজলু মিয়াকে (৪০) গ্রেফতার করে পুলিশ। ফজলু ওই গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে অভিযান চালিয়ে প্রতারণা মামলার আসামি মোজাহিদ মিয়াকে (৩৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোজাহিদ মিয়া বি-বাড়িয়া জেলার নাছিন নগর উপজেলার নুরপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
অপরদিকে, ওয়ারেন্টভুক্ত দুই আসামি জাহাঙ্গীর মিয়া (৩২) ও শামীম মিয়াকে (৩০) শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কামরুজ্জামান আল রিয়াদ/এআরএ/আরআইপি