ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠীর যাত্রা শুরু

প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৫ জুন ২০১৭

আমরাও গাইতে পারি এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে ‘টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠি’ নামের একটি সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর বাজারে হাওরপাড়ের প্রত্যন্ত পল্লীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত শিল্পীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সংগঠন ‘হাসান কল্যাণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাজু আহমেদ রমজান এই সভা পরিচালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে আবুল কালাম সভাপতি, রণধীর শীল সাধারণ সম্পাদক ও জুয়েল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মর্তুজ আলী, তুলা মিয়া সরকার, সহ-সাধারণ সম্পাদক জুবায়েল মিয়া, কার্যকরী কমিটির সদস্য ময়না দাশ, রেজাউল মিয়া, তানজিল মিয়া, শিরী মওলা ও কবিনুর মিয়া।

উল্লেখ্য, হাওরপাড়ের প্রত্যন্ত পল্লীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত প্রকৃত এই শিল্পীরা রয়েছেন অধিকারবঞ্চিত। তাদের অধিকার ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করবে ‘হাসান কল্যাণ ফাউন্ডেশন’।

রাজু আহমেদ রমজান/এএম/পিআর