ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১০:০২ এএম, ০৭ জুন ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার কুতুবের চক গ্রামে হিটস্ট্রোকে আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর দেড়টার দিকে হিটস্টোকে আক্রান্ত হন তিনি।

নিহত আব্দুল জলিল কুতুবের চক গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

শায়েস্তাগঞ্জ পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল জলিল দুপুরে গ্রামের পাশে প্রচণ্ড রোদের মধ্যে মাছ ধরছিলেন। হঠাৎ হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/জেআইএম