ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রাণ নিয়ে চাঁদাবাজি, ইউপি সদস্যের স্বামী আটক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৮ জুন ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরে ত্রাণ নিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ইউপি সদস্যের স্বামীকে আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ৪নং ওয়ার্ডের সদস্য মো. শাহাবউদ্দিন মিয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাতারভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে আজ দুপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে উপজেলার চারটি ইউনিয়নের ৮৯৫ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণ সহায়তার মধ্যে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রকার পণ্য ছিল। প্রায় দুই হাজার টাকার সমপরিমাণ হবে। যদিও বিষয়টি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছাড়া আমার মতো অনেক ইউপি সদস্যকে ত্রাণ বিতরণের কথা জানানো হয়নি।

তিনি জানান, প্রায় দুই-তিন হাজার টাকার জিনিস দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে লামাগাঁও গ্রামসহ বিভিন্ন গ্রামের অসহায় কৃষকদের কাছ থেকে জনপ্রতি ৫০০ করে টাকা হাতিয়ে নেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য ও লামাগাঁও গ্রামের বাসিন্দা হাফসা বেগমের স্বামী কয়েস মিয়া ও তার লোকজন। ত্রাণ না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে লামাগাঁও বাজারে সংঘবদ্ধ উত্তেজিত জনতা কয়েস মিয়াকে আটক করেন।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য লামাগাঁও গ্রামের বাসিন্দা পলাশ মিয়া বলেন, আমি ব্যক্তিগত কাজে সুনামগঞ্জ জেলা শহরে অবস্থান করছি। তবে এলাকাবাসীর মাধ্যমে কয়েস মিয়াকে আটকের বিষয়টি জানতে পেরেছি।

বিষয়টি জানতে ইউপি সদস্য হাফছা বেগমের মোঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় চেয়ারম্যান বিশ্বজিত সরকারের ব্যবহৃত মোঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম