ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবাকে হত্যা, যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১০ জুন ২০১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সুখিয়া রবিদাস (৩০) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাইলু মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে সুতাং বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত সুখিয়া শায়েস্তাগঞ্জের সুতাং বাজার রবিদাস পাড়ার মৃত মনি লাল রবিদাসের স্ত্রী।

ঘটনার খবর পেয়ে এএসপি হায়াতুন নবী, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন, চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে শাইলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, সুখিয়া রবিদাসকে অনৈতিক কাজের প্রস্তাব দেয় শাইলু। এতে রাজি না হলে শাইলু তাকে বেধরক পিটিয়ে মেরে হত্যা করে।

কামরুজ্জমান আল রিয়াদ/আরএআর/জেআইএম