ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতীয় ১৫টি গরু আটক

প্রকাশিত: ১১:৩৭ এএম, ১০ জুন ২০১৭

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫টি ভারতীয় গরুসহ ৫ গরু চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাতে চোরাচালানবিরোধী এক অভিযানের মাধ্যমে এসব গরু ও চোরাকারবারিদের আটক করা হয়।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে উপজেলার খালিশাকোটাল ও জায়গীরটারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৯৩৪ এর ৫ এস ও ৯৩৬ নং পিলারের কাছ দিয়ে পৃথকভাবে গরু চোরাকারবারির দল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় ১৫টি গরুসহ খলিশাকোঠাল সীমান্তের মৃত কেয়ামত আলীর ছেলে এজাহার আলী, ফুলমতি গ্রামের সামসুল হকের ছেলে মমিনুল ইসলাম, গজের কুটি গ্রামের নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের আব্দুল লতিফের ছেলে সুমন মিয়া ও কুরুষাফেরুষা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাজু মিয়াকে গরুসহ আটক করে।

৪৫-বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম বলেন, আটক ভারতীয় গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিজিবি ৫ গরু চোরকারবারিকে ফুলবাড়ী থানায় ও গরুগুলোকে জয়মনিরহাট কাস্টমসে জমা দিয়েছে বলেও জানান তিনি।

নাজমুল হোসাইন/এএম/আরআইপি

আরও পড়ুন