ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে নির্যাতন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১১ জুন ২০১৭

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মৃধার বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর সদর থানায় এ মামলা এজাহারভুক্ত হয়।

পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন মশিউরের স্ত্রী তাহমিনা আক্তার জুই (২৯) জানান, ২০০৭ সালে মশিউরের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর স্নেহা ও ঈশিনা নামের ২টি কন্যা সন্তানের জন্ম হয়। পিরোজপুর শহরের শিক্ষা অফিসের কাছে একটি ভাড়া বাসায় স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করছেন তিনি।

তিনি অভিযোগ করেন, ২০১১ সালে ইউপি নির্বাচনের সময় তার পরিবার তার স্বামীকে ১২ লাখ টাকা দিয়েছিল। ওই নির্বাচনে সে বিজয়ী হয়। গত বছর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মশিউর আবারও টাকা দাবি করলে জুই তা দিতে অস্বীকৃতি জানায়। গত বছরের ইউপি নির্বাচনে সে পরাজিত হয়। এরপর থেকেই সে বিভিন্নভাবে জুইয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে।

রোববার ভোররাতে সাহরির সময় মশিউর আবারও জুইয়ের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে মশিউর তার স্ত্রী জুইকে মারধর শুরু করে।

এ সময় জুই ডাকচিৎকার শুরু করলে মশিউর বাসা থেকে বেরিয়ে যায়। এরপর খবর পেয়ে মধ্যরাস্তা এলাকা থেকে তার পরিবারের লোকজন সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা নেয়া হয়েছে।

এদিকে স্বামীর নির্যাতনের শিকার জুইয়ের ভাই বদিউজ্জামান শেখ রুবেল অভিযোগ করেন, মশিউরের এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এই বিষয়টির প্রতিবাদ করায় মশিউর তার বোনের কাছে যৌতুক দাবিসহ বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মশিউর রহমান জানান, তিনি তার স্ত্রীর ওপর কোনো ধরনের নির্যাতন করেননি কিংবা তার কাছে কোনো প্রকার যৌতুক দাবি করেননি

এ ব্যাপারে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

হাসান মামুন/এএম/পিআর