এমপির মনোনয়ন নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গ্রেফতার
প্রতীকী ছবি
তথ্যপ্রযুক্তি আইনে হবিগঞ্জে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টায় তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলাটি করা হয়। গ্রেফতারকৃত সাংবাদিক গোলাম মোস্তফা রফিক স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ জুন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ছেন এমপি আব্দুল মজিদ খান এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায়। এ নিয়ে তার নির্বাচনী এলাকা বানিয়াচং-আজমিরীগঞ্জে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পুকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে মামলা করেন।
মামলার বাদী আফরোজ মিয়া জানান, হবিগঞ্জের জনপ্রিয় এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা সংবাদ প্রকাশ করেছে। এতে বিক্ষুব্ধ হয়ে তিনি মামলা করেছেন।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, তথ্যপ্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/জেআইএম