মানবতাবিরোধী অপরাধ মামলায় আব্দুর রাজ্জাক গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কাগাবলা ইউনিয়নের আথানগিড়ি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাজ্জাক দেশ ছেড়ে পালানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে আত্মগোপন করে। গোপন সূত্রে খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ওই পাহাড়ে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করে। সেখানে আইনী প্রক্রিয়া শেষে তাকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানান ওসি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস