ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১৯ মে ২০১৫

মাগুরা কালেক্টরেট চত্বরে ৩দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

মেলায় মাগুরা জেলা রেজিস্ট্রি অফিস, মাগুরা সদর, শালিখা, মোহম্মদপুর ও শ্রীপুর উপজেলা রেজিস্ট্রি ও উপজেলা ভূমি অফিসসহ মোট ১৪টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে ভূমি সংক্রান্ত সেবা ও তথ্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে।

মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস) কাঁলা চাদ সিংহ, সহকারী কমিশনার মো. নাসিম আহম্মেদ, মো. নাকিফ তরফদার, সহকারী ভূমি কর্মকর্তা মো. মতিন হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু প্রমুখ।

মো. আরাফাত হোসেন/এসএস/এমএস