মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ নেতা আটক
পার্বত্য খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্র ও গুলিসহ প্রীতি বিকাশ চাকমা (৪৩) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। সে ইউপিডএফের মহালছড়ি উপজেলার সংগঠক বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার মহালছড়ি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। আটক প্রীতি বিকাশ চাকমা মহালছড়ি উপজেলার মাইসছড়ির পরিনয় চাকমার ছেলে।
এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি পিস্তল, আট রাউন্ড তাজা গুলি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে প্রীতি বিকাশ চাকমার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেয়া তথ্যমতে তার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক প্রীতি বিকাশ চাকমা দীঘদিন ধরে মহালছড়ির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল বলেও জানান তিনি।
এদিকে ইউপিডিএফ`র মহালছড়ি উপজেলার সংগঠক প্রীতি বিকাশ চাকমাকে সোমবার রাতে অন্যায়ভাবে তার বাসা থেকে আটক করা হয়েছে দাবি করে তার মুক্তি দাবি করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ`র খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর