জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহে কাউন্সিলরের স্ত্রী ও ভাইসহ আটক ৩
জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহে নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখের স্ত্রী ও ছোট ভাইসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে শহরের কানাইখালি এবং বড়হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, সরকারের তালিকাভুক্ত এক জঙ্গি নেতা কাউন্সিলর নান্নু শেখের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের বড় হরিশপুর এবং কানাইখালি এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত ২টার দিকে অভিযান শুরু করে পুলিশের একটি দল।
অভিযান শেষে ভোরে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটকরা, নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা নান্নু শেখের স্ত্রী শিউলি আক্তার, ছোট ভাই জহুরুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগম।
বর্তমানে আটকরা নাটোর সদর থানা হেফাজতে রয়েছে। ভোর রাতে তাদের আটক করা হলেও বেলা ১২টার দিকে তাদের আটকের বিষয়টি স্বীকার করে পুলিশ।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস