ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৫ জুলাই ২০১৭

পিরোজপুর শহরের ক্লাব সড়কে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে।

আগুনে শহরের ক্লাব সড়কের গ্লোব লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি, একটি কম্পিউটারের দোকান এবং একটি বইয়ের দোকান ভস্মীভূত হয়েছে।

স্থানীয়রা জানায়, বইয়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পিরোজপুরের ফায়ার সার্ভিসে খবর দিলে তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কাঞ্চন আলী মৃধা জানান, অগ্নিকাণ্ডেরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসান মামুন/আরএআর/আরআইপি