ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে জবি ছাত্রফ্রন্টের শিক্ষা উপকরণ বিতরণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১০ জুলাই ২০১৭

সুনামগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ১১০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১১৫ জন শিক্ষার্থীর মধ্যেও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

সোমবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাকাতলা গ্রামে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারেক, মোহাম্মদ আলী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউর রহমান রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহরাব আজাদ ও দফতর সম্পাদক গোলাম রাব্বি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার পাঠাগার সম্পাদক আল আমিন।

অন্যদিকে দিরাই উপজেলার উজানধল গ্রামের বাউল শাহ আব্দুল করিমের বাড়িতে শিক্ষা উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সভাপতি আলী মো. নাঈম, প্রচার সম্পাদক ফাহিমা কানিজ লাভা ও বাসদ (মার্কসবাদী) দলের সংগঠক লিপন আহমেদ, মেঘদাদ মেঘ, বাউল শাহ নূর জালাল, শরাফত উল্লাহ, আসাদুজ্জামান শুভ, শিউলী আক্তার ও দীপ্ত তালুকদার বাবু।

এসএম/এমআরএম/পিআর