ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটখেতে স্কুলছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নাটোর | প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১১ জুলাই ২০১৭

নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া এলাকা থেকে মৌমিতা আক্তার মৌ নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকার একটি পাটখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মৌমিতা সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকার মোমিন উদ্দিনের মেয়ে ও বনবেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে মৌমিতা বাড়িতে খাওয়া দাওয়া করে একই এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। কিন্তু বিকেল পর্যন্ত মৌমিতা তার বড় বোনের বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সন্ধ্যার দিকে কয়েকজন কৃষক কলাবাগানে কাজ শেষে ফেরার পথে পাটখেতে কলার পাতা দিয়ে ঢেকে রাখা একটি মানুষের পা দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মৌমিতাকে শ্বাসরোধ করে হত্যার পর কলার পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার। অভিযোগ দায়েরের পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/আরআইপি