ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে পুলিশে যোগদানের অভিযোগ

প্রকাশিত: ১১:১৪ এএম, ২৩ মে ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই অমুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের কনস্টেবল পদে চাকুরিতে যোগদানের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পাঁচবিবিতে  শুরু হয়েছে তোলপাড়।

অভিযোগে জানা যায়, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. কবিরুল ইসলাম ও একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. আবু ছালামের ছেলে মো. শহিদুজ্জামান মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অমুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকুরিতে যোগদানের ঘটনাটি উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড জানার পর জরুরি সভা করে। সভায় অবিলম্বে তাদের নিয়োগ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরসমূহে লিখিতভাবে জানানো হয়েছে।

পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম মিছির উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত কবিরুল ও শহিদুজ্জামান আমার ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ দিন যাবত আমি ইউনিয়ন মুক্তিযোদ্ধার কমান্ডারের দায়িত্ব পালন করেছি। তাদের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। গেজেটে বা মুক্তিবার্তায় তাদের বাবার নাম নেই। পুলিশি তদন্তে অমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে লিখিতভাবে জানিয়েছি।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, এ ধরনের কোনো অভিযোগ যদি হয় তাহলে পুনরায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাচাই করা প্রয়োজন বলে আমি মনে করি।

উপজেলা নির্বাহী অফিসার নূর উদ্দিন আল ফারুক বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিভাগে বিষয়টি জানানো হয়েছে।

এসএস/আরআইপি