ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে আদমশুমারি রিপোর্ট প্রকাশ

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৪ মে ২০১৫

ঠাকুরগাঁওয়ে আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্পের অধীনে স্থানীয় কর্ম পরিকল্পনা প্রণয়নে কমিউনিটি রিপোর্ট প্রকাশনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আদমশুমারি ও গৃহগণনা রিপোর্ট তুলে ধরেন জেলা পরিসংখ্যান দফতরের উপ-পরিচালক আবু ছালেহ আহমাদ।

২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুয়ায়ী ২০১৪ সালে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় জনসংখ্যা ১৫ লাখ ৩ হাজার ৭২৭জন, যা ২০১১ সালে ছিল ১৪ লাখ ৪৪ হাজার ৭৮২ জন। জনসংখ্যার প্রবৃদ্ধির হার ধরা হয় ১ দশমিক ৩৪। গৃহের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৭৮৬। ২০১১ সালে জেলায় শিক্ষার হার ধরা হয় শতকরা ৪৮ভাগ। জেলার আয়তন ১৮শ ৯ দশমিক ৫২।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর আলম প্রধান, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিকসহ প্রশাসকের উধ্বর্তন কর্মকর্তা, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি