শিশুর পায়ুপথে হাওয়া দিয়ে হত্যার চেষ্টা
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে শিশু শ্রমিক কাইয়ূমকে (১২) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশু কাইয়ূম সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে। সে ভদ্রঘাটে এসিআই গোদরেজ ফিড মিলে শ্রমিক হিসেবে কাজ করে।
শিশুটির মা ববিতা খাতুন জানান, শনিবার সকালে কাইয়ুমকে ওই প্রতিষ্ঠানের কয়েক শ্রমিক মিলে পায়ুপথে গ্যাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করে। এতে কাইয়ুমের পেট অত্যাধিক ফুলে যায়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে চিকিৎসকরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
সিরাজগঞ্জের চিকিৎসক ডা. নিত্য রঞ্জন পাল জানান, শিশুটির পায়ুপথে বাতাস ঢোকানো হয়। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস