ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:২৬ এএম, ১৬ জুলাই ২০১৭

ঝিনাইদহের পরিবেশ কাঁঠাল উৎপাদনের জন্য উপযোগী হওয়ায় জেলায় এর ব্যবসা ব্যাপক জনপ্রিয়। এ বছরও ৬টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ১১৩৬টি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। তবে অভিযোগ রয়েছে বাজারে দাম পাচ্ছেন না তৃণমূল কৃষকরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ অঞ্চলের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। কাঁঠাল গাছে তেমন পরিচর্যা করতে হয় না। তাই প্রায় প্রতিটি বাড়ির আঙিনাতেই ২/৩টি কাঁঠাল গাছ আছে। অনেকে আবার বাণিজ্যিকভাবে বাগান করছেন। প্রাকৃতিক দূর্যোগ কম ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে। তবে তাদের কাছে কাঁঠালের সঠিক সমিক্ষা নেই। 

স্থানীয় কাঁঠাল ব্যবসায়ী মোসলেম উদ্দিন জানান, গত বছর মাঝারি সাইজের কাঁঠাল ৩০-৪০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র ১৫-২০ টাকায়। এতে তাদের গাড়ি খরচ ও দিনের পারিশ্রমিকই উঠছে না।

Jhenidah

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরো দক্ষিণবঙ্গের মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর হাট হচ্ছে কাঁঠালের সবচেয়ে বড় হাট। এ হাটে সপ্তাহে ২ দিন কাঁঠাল কেনাবেচা হয়। এখানে ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাদপুর, মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও যশোরের চৌগাছা এলাকা থেকে ব্যবসায়ীরা কাঁঠাল বিক্রি করতে নিয়ে আসেন। 

ঢাকা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যান। কয়েক হাজার স্যালোইঞ্জিন চালিত নসিমন ও ভ্যানে করে কাঁঠাল আনা হয়। কালীগঞ্জ-জীবননগর সড়কের দু’ধারে দাঁড়িয়ে আছে কৃষকরা কাঁঠাল বিক্রির অপেক্ষায়।

Jhenidah

কাঁঠাল বাগানের মালিক বজরাপুর গ্রামের উসলাম মিয়া জানান, আমার নিজের ১৫টি কাঁঠাল গাছ রয়েছে। এবার কাঁঠালের বাম্পার ফল হয়েছে। এক একটি গাছে ৫০-৬০টি কাঁঠাল ধরেছে। ১৫টি গাছে প্রায় ৭৫০টির উপর কাঁঠাল ধরেছে। গত বছর বড় সাইজের কাঁঠাল বিক্রি করেছিলাম ৬০-৮০ টাকায়। এ বছর ক্রেতার অভাব দেখা দিয়েছে। বড় সাইজের (১০ কেজির উপরে) কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকায়। আর মাঝারি সাইজের কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র ১৫-২০ টাকায়।

জেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আকরামূল হক জানান, কাঁঠালের ফলন বাম্পার হওয়ার কারণে দাম এখন একটা কম। তবে কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এ অঞ্চলের স্থলভাগ অপেক্ষাকৃত উঁচু হওয়ায় জলাবদ্ধতা হয় না। যার কারণে ঝিনাইদহ জেলার সব উপজেলাতেই প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদিত হয়।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

আরও পড়ুন