ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৬ জুলাই ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার ও মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় স্টার সিরামিকসের সামনে দুই প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হন। নিহত ব্যক্তির বয়স প্রায় ৫০। কিন্তু তার পরিচয় জানা যায়নি।

এছাড়া রোববার ঢাকা-সিলেট মহাসড়কের মানিকপুর এলাকায় যাত্রীবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে তাহরিমুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম