ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে শোভাযাত্রা

প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৫ মে ২০১৫

ঝালকাঠিতে মধ্যসত্ত্বভোগী ফড়িয়া, মিল মালিক ও মহাজনদের কাছ থেকে ধান ক্রয় না করে সরসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের দাবিতে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে প্রান্তিক চাষিরা। সদর উপজেলা সম্মিলিত কৃষি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সোমবার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করে।

পরে শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক আ. আলিম, ক্যাশিয়ার এসএম হুমায়ুন কবীরের নেতৃত্বে শতাধিক কৃষক এ কর্মসূচিতে অংশ নেয়।

কৃষকরা জানায়, প্রতি মণ ধান ৪০০ টাকা কেজি করে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। বীজ বপণ, পরিচর্যা, ধান কাটা এবং মাড়াইয়ে যে খরচ হয় তাতে এ দামে ধান বিক্রি করে কোনো মতেই খরচ উঠানো সম্ভব নয়। সরকারিভাবে ধান, চাল সংগ্রহ অভিযানে যদি সরসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হয় তাহলে প্রতি মণ ধান ৭`শ টাকায় বিক্রয় করা যায়।

এসএস/আরআই