ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনার অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে : নাসিম

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২০ জুলাই ২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিএনপিও অংশ নেবে।

বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছরের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শুরু হবে।

চিকুনগুনিয়া রোগ সম্পর্কে নাসিম বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলায় সুধী সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খান এমপি, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী প্রমুখ।

২০১৪ সালের এপ্রিল মাসে ৩৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ৮ তলা ভীত বিশিষ্ট ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের এপ্রিলে কাজ শেষ হয়। ৬৮ হাজার ৭৪৮ বর্গফুটের এ ভবনে দুটি লিফটসহ আধুনিক চিকিৎসা সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। গণপূর্ত বিভাগ কাজটি সম্পন্ন করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আরআইপি