ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় সংসদ সদস্য অবরুদ্ধ

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০২:২১ পিএম, ২৪ জুলাই ২০১৭

ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) ডা. রুস্তুম আলী ফরাজিকে অবরুদ্ধ করেছিল নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা মডেল মাধ্যামিক বিদ্যালয় মিলনায়তনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই সংসদ সদস্যকে উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তৃতাকালে তিনি মঠবাড়িয়ার যুবলীগ ও ছাত্রলীগ মাদক সেবন এবং বিক্রির সঙ্গে সম্পৃক্ত- এমন মন্তব্য করলে সভায় হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজিকে অবরুদ্ধ করে ফেলে। অবস্থা বেগতিক দেখে পরে পুলিশ তাকে উদ্ধার করে অনুষ্ঠান স্থলের বাইরে নিয়ে আসে। 

এ ব্যাপারে এমপি ডা. রুস্তুম আলী ফরাজির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ওখানে বক্তব্য দেয়ার সময় একপর্যায়ে স্থানীয় কিছু সন্ত্রাসী ও একটি ডাকাত দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা বলছিলাম। এরপর মৎস্যজীবীদের চাল আত্মসাৎ ও কম দেয়ার ব্যাপারে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে মৎস্য বিভাগের লোকজনকে কঠোর ব্যাবস্থা গ্রহণের কথা বললে ওই গ্রুপের লোকজন আমাকে হত্যার জন্য দা, কুঠারসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল।  

তিনি আরও বলেন, সাপলেজার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি দল আমাকে হত্যা করতে চেয়েছিল। এ ঘটনায় মামলা করা হয়ছে। 

এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত)  মাজহারুল আমিন বলেন, এমপির বক্তব্যের সময় কিছু লোক হট্টগোল করার চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তা শান্ত হয়। এ ঘটনায় এমপির সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে হত্যাচেষ্টা, হুমকি ও চুরিসহ কয়েকটি ধারায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ২০/২৫ জন আজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। 

হাসান মামুন/আরএআর/এমএস