মাগুরায় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন
নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৫ উপলক্ষে শোভাযাত্রায় ব্র্যাক, পিকেএস, সূর্যের হাসি ক্লিনিক, মেরী স্টোপসসহ সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মাগুরা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাগুরায় নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মাগুরার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান ।
শোভাযাত্রায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, পিকেএস, সূর্যের হাসি ক্লিনিক,মেরী স্টোপসসহ সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে মাগুরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শফিউর রহমান সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান, ডা. শামচ্ছুন্নাহার, ডা. কাজী তরিকুজ্জামান, ডা. জুলি চৌধুরী প্রমুখ।
মো. আরাফাত হোসেন/এসএস/পিআর