জয়পুরহাটে জামায়াত নেতা গ্রেফতার
নাশকতার মামলায় জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াত নেতা নজরুল সদরের উত্তর জয়পুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি শিরট্টি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালে জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলা এবং গাড়ি পোড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে ৪/৫ মামলা রয়েছে। আর এ সব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রাশেদুজ্জামান/এআরএ/আরআইপি