ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘যশোরে নিহত সাজ্জাদ আটক হয়েছিলেন বুধবার’

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০২:২৫ এএম, ২৯ জুলাই ২০১৭

যশোরের কেশবপুরে উদ্ধার হওয়া পরিচয়হীন মরদেহটি অভয়নগর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের (৩৪)। তবে শুক্রবার বিকেলে নিহত সাজ্জাদ হোসেনের বাবা জাফর আলী ফারাজী দাবি করেছেন পুলিশ তার ছেলেকে গত বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার একটি বাজার থেকে আটক করে। শুক্রবার কেশবপুর উপজেলায় মরদেহ উদ্ধারের সংবাদ শুনে যশোরে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার সকালে মঙ্গলকোট এলাকার দুর্গাপুর ব্রিজের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেটি উদ্ধার করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পান। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সাজ্জাদ হোসেন একজন তালিকাভূক্ত সন্ত্রাসী। তার নামে ২০১৪-১৫ সালে অভয়নগর থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও বিস্ফোরক আইনে ৫টি মামলা রয়েছে। ২০১৪-১৫ সালের আগেও তার নামে একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ। নিহত সাজ্জাদ হোসেন অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের জাফর আলী ফারাজী ছেলে।

মিলন রহমান/এফএ/জেআইএম

আরও পড়ুন