ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিরাঙ্গার ত্রিপুরা পাড়ায় ইউপিডিএফ‘র সশস্ত্র হামলা

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৪:২২ এএম, ০১ আগস্ট ২০১৭

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার এক ত্রিপুরা পাড়ায় সশস্ত্র হামলা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র এলিন গ্রুপের প্রধান এলিন চাকমার নেতৃত্বাধীন একটি গ্রুপ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তপ্ত মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তপ্ত মাস্টার পাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা গ্রুপ) কর্মী আশুতোষ ত্রিপুরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ ঘরে ভাত খাওয়ার সময় ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসী এলিন গ্রুপের প্রধান এলিন চাকমার নেতৃত্বে প্রণব ও শুভসহ ৫/৬ জন সন্ত্রাসী তার ঘরের দরজায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে কোনো রকমে আত্মরক্ষা করেন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে তপ্ত মাস্টার পাড়ায় আতঙ্ক সৃষ্টি করে।

গুলির শব্দ শুনে মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী ও লেফটেন্যান্ট ইউদাদ আহমেদের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী অনিমেষ চাকমা (১৯) নামে এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাকে স্থানীয় জনগণ গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

আটক অনিমেষ চাকমা বাইল্যাছড়ির বিবর্তন চাকমার ছেলে এবং ইউপিডিএফ‘র সশস্ত্র সন্ত্রাসী এলিন গ্রুপের সক্রিয় কর্মী।

পরে মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী ও লেফটেন্যান্ট ইউদাদ আহমেদের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের পালিয়ে যাওয়ার রাস্তায় তল্লাশি চালিয়ে একটি ইউএসএ তৈরি ৭.৬৫ মি.মি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল তপ্ত মাস্টার পাড়া পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহাম্মদ খান।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলিন চাকামা ও অনিমেষ চাকমাসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে আশুতোষ ত্রিপুরা বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর বাদী হয়ে অস্ত্র আইনে মাটিরাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম