ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাওররক্ষা বাঁধে অনিয়ম : সচিবসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:০১ এএম, ০৩ আগস্ট ২০১৭

সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওররক্ষা বাঁধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক। আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে মামলাটি আমলে নেন।

মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ সুনামগঞ্জ-সিলেট পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসিসহ ১৪০ জনকে আসামি করা হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি

আরও পড়ুন